০২। জনশুমারি ও গৃহগণনা ২০২২ প্রকল্পের আওতায় ক্রয়কৃত ট্যাবলেট সমূহের মধ্যে বিবিএস কতৃক ভবিষ্যতে বিভিন্ন শুমারি ও জরিপ কার্যক্রমে ব্যবহারের নিমিত্ত প্রয়োজনীয় সংখ্যক ট্যাবলেট সংরক্ষন পূর্বক অতিরিক্ত ট্যাবলেট সমূহ দেশের মাধ্যমিক বিদ্যালয় এবং মাধ্যমিক সমমানের মাদ্রাসার ৯ম ও ১০ম শ্রেণিতে অধ্যায়নরত মেধাক্রম অনুযায়ী ১ম, ২য়, ৩য় স্থান অধিকারকারী এবং এমপিও ভুক্ত টেকনিক্যাল/ভোকেশনাল প্রতিষ্ঠানের ১০ম শ্রেণিতে অধ্যায়নরত ১ম, ২য়, ৩য় স্থান অধিকারকারী মেধাবি শিক্ষার্থীদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে বিতরন করা হয়েছে। অত্র উপজেলায় ১৩১ টি প্রতিষ্ঠানের ০২ (দুই) ধাপে সর্বমোট ৭২৯ (সাতশত ঊনত্রিশ) টি ট্যাবলেট বিতরন করা হয়েছে।
০৩। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কতৃক বাস্তবায়িত স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভি আর এস) ইন ডিজিটাল প্ল্যাটফর্ম শীর্ষক প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে ২০১২ টি নমুনা পিএসইউ- তে স্থানীয় মহিলা রেজিস্টারগন প্রতি মাসে কম্পিউটার অ্যাসিসটেড পার্সোনাল ইন্টারভিউয়িং (CAPI) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে থাকেন। ২০২১ সাল পর্যন্ত দ্বৈত পদ্ধতিতে তথ্য সংগ্রহ ব্যবস্থা চালু থাকলে ও চলতি ২০২২ সাল হতে একক রেজিস্টন পদ্ধতিতে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। এমতাবস্থায়, তথ্যের গুনগত মান বজায় রাখার স্বার্থে উপজেলা/থানা সুপারভাইজার কতৃক নিয়মিত ভাবে মাঠ পর্যায়ে নির্ধারন করে দেয়া পিএসইউ সমূহের মাসিক পরিদর্শন কাযক্রম চলমান রয়েছে।
০৪। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত ‘শ্রমশক্তি জরিপের মাধ্যমে শ্রমবাজার তথ্যের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় কম্পিউটার অ্যাসিসটেড পার্সোনাল ইন্টারভিউয়িং (CAPI) পদ্ধতিতে Labour Fource Survey ৩য় কোয়ার্টারের তথ্য সংগ্রহ কার্যক্রম গত ৩০/০৯/২০২৩ খ্রি. তারিখে শেষ হয়েছে।
০৫। মাসিক কৃষি মজুরীসহ ৬টি প্রধান ফসল এবং প্রায় ১৫০টি অপ্রধান ফসলের রির্পোট কৃষি ক্যালেন্ডার অনুযায়ী প্রস্তুত পূর্বক যথাসময়ে জেলা পরিসংখ্যান কার্যালয়, রাজশাহীতে প্রেরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস